অপ্রেরিত পত্র
- জুয়েল আদীব ০৫-০৫-২০২৪

প্রিয় বন্ধু,
কতদিন তোমাকে দেখিনি, তা আজ বেহিসাবের খাতায়। পাতা ঝরার দিন চলে যাচ্ছে বলতে বলতে। বিবর্ণ পাতার মতো আমার স্মৃতিগুলো বাতাসে ওড়ে। বাতাসের লাগাম ধরে আমি চলে যাই বহুদূর। তেপান্তরে গিয়ে তোমাকে খুঁজি। প্রিয়মুখ হাতড়ে বেড়াই পথে প্রান্তরে।

কোথাও খুঁজে পাইনা পুরোনো মুখগুলো। যে মুখ একসময় দেখার জন্য উন্মুখ থাকার অবসর পেতাম, আজ সে অবসরও খুঁজি। তোমরা ভুলে গেলেও মন আমার কেমন করে ভুলবে সেসব মধুময় দিনগুলো। হৃদয়ের কার্নিশে সব, পেন্সিলে আাঁকা অবয়ব।
--- কৈশর মুখ
(পুরনো কাগজ-পত্রের মাঝে পাওয়া)

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

M2_mohi
১১-০৮-২০১৬ ২২:০৩ মিঃ

মন ছুঁয়ে গেল পংক্তিমালায়

biplob007
১১-০৮-২০১৬ ০২:১৫ মিঃ

দারুণ